ফেসবুকে আপত্তিকর ছবি দেওয়ায়
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের ৬ নেতার বিরুদ্ধে নেত্রীর এজাহার থানায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৮ পিএম, ২০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৪৬ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফেসবুকে একান্ত ব্যাক্তিগত ও আপত্তিকর ছবি দেওয়ায় জেলা ছাত্রলীগের ৬ নেতা কর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেত্রী মডেল থানায় এজাহার দায়ের করেন।
আজ মঙ্গলবার মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া মডেল থানায় ওই ছাত্রলীগ নেত্রী হাজির হয়ে নিজে এজাহার দায়ের করেন।তবে কোনো অদৃশ্য কারণে এজাহার থেকে মূল অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের নাম বাদ দেওয়া হয়েছে বলে জানা যায়।
ভুক্তভোগী ঐ ছাত্রীর এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা সহ আরো অনেকেই কৌশলে ঐ ছাত্রলীগ নেত্রীর একান্ত ব্যাক্তিগত ও আপত্তিকর ছবি তাদের মোবাইলে বিভিন্ন সময়ে ধারণ করে তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোষ্ট করে।
এজাহারে ঐ ছাত্রলীগ নেত্রী আরো উল্লেখ করেন, তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার একান্ত ব্যক্তিগত কিছু আপত্তিকর ছবি সামাজি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে অভিযুক্তরা সহ অজ্ঞাতনামা আরো অনেকেই।
অভিযুক্তরা হলেন, দৌলতপুরের রেফায়েতপুর গলাকাটি এলাকার মোঃ খলিল এর পুত্র মোঃ হৃদয় (২৪), চুয়াডাঙ্গা সদরের আক্তারুজ্জামানের পুত্র মুহাইমিনুল মিরাজ (২৩), কুষ্টিয়া কুমারখালী উপজেলার কালুপাড়া এলাকার রেজাউল ইসলামের পুত্র রেফাউল ইসলাম (২২), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হালিম শিকদারের পুত্র শাকিল আহমেদ তুষার (২৮), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সোহেল রানা'র পুত্র ফারদিন সৃষ্টি (২২) এবং কুষ্টিয়া কুমারখালী উপজেলার সালাম এর পুত্র রাহাতুল ইসলাম (২১)।
অভিযুক্তদের মধ্যে মোঃ হৃদয় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদস্য এবং ফারদিন সৃষ্টি জেলা ছাত্রলীগের সহ সম্পাদক। এছাড়াও মুহাইমিনুল মিরাজ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহোচর। বাকী অভিযুক্তরাও কুষ্টিয়া ছাত্রীগের নেতা কর্মি বলে জানা যায়।
গত সোমবার (১৯ সেপ্টেম্বর) ওই নেত্রী কুপ্রস্তাব ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ তুলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ চার জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ জমা দেন।
সেই অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রলীগ নেত্রী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের সাথে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। সম্প্রতি চ্যালেঞ্জ ওই ছাত্রলীগ নেত্রীকে কুপ্রস্তাব দেয়। এমনকি তাকে শ্লীলতাহানির চেষ্টাও করে চ্যালেঞ্জ। তারপর থেকে ওই ছাত্রলীগ নেত্রী চ্যালেঞ্জের কাছ থেকে দূরে সরে যায় ।এতে ক্ষিপ্ত হয়ে উঠে চ্যালেঞ্জ। ওই ছাত্রলীগ নেত্রীকে রাস্তাঘাটে অনুসরণ করে করে এবং বিভিন্ন বাজে মন্তব্য করে বলে চ্যালেঞ্জ ও তার অনুসারী ফারদিন সৃষ্টি, মোহাইমিনুল মিরাজ ও হৃদয়।
এজাহারের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁন সত্যতা স্বীকার করে বলেন, আমরা এজাহার পেয়েছি। যেহেতু বিষয়টা তথ্য প্রযুক্তি সম্পর্কিত তাই যাচাই-বাছাই চলছে।