স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের কর্মী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ এএম, ২০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:১১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর সাহেব বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী। প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠসিক সম্পাদক নাজমুল হাসান।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইলাম রবি, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ওয়ালিউজ্জামান পরাগ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর তারেক, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহী ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও যুগআম আহ্বায়ক এবং অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
উপস্থিত বিভিন্ন থানার আহ্বায়ক ও সদস্য সচিবগণ নিজ নিজ থানার কার্যক্রম অতিথিদের সামনে তুলে ধরেন। সেইসাথে ত্যাগি, পরিশ্রমী ও দলের প্রতি আনুগত্যশীল ও একনিষ্ট কর্মী যারা তাদের সমন্বয়ে এ সুন্দর কমিটি উপহার দেয়ার জন্য অতিথিদের প্রতি অনুরোধ করেন তারা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই আন্দোলন শুরু হয়েছে। ইতোমধ্যে সরকারের মসনদ কাঁপতে শুরু করেছে। এখন বিনা ভোটের ও রাতের অন্ধকারের সরকারের মন্ত্রীরা অনেক সত্যি কথা জাতির সঙ্গে তুলে ধরছেন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বক্তব্য বলেছেন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কোন নেতাকর্মীকে বিরোর্ধী দলকে দমনের জন্য নির্দেশ দেননি। তার মানে সাধারণ সম্পাদকের কথাতে এটাই ধ্রুব সত্য ও প্রমাণিত যে বিএনপি, অঙ্গ ও সগযোগি সংগঠনের নেতাকর্মীদের উপর যত নির্যাতন, খুন, গুম, মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যা হয়েছে ও চলমান রয়েছে সবগুলো এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশই হয়েছে এবং হচ্ছে।
তিনি আরো বলেন, এই সরকার দেশের তিন বারের সব থেকে সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়াপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রেখে তিলে তিলে মেরে ফেরার ষড়যন্ত্র করেছে। বর্তমানে তিনি বাড়িতে থকালেও তাঁর কোন স্বাধীনতা নাই। তিনি গৃহবন্দি অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, যেকোন সময়ে অঘটন ঘটে যেতে পারে। কিন্তুএই ফ্যাসিস্ট সরকার বিদেশে নিয়ে তাঁর চিকিৎসা করার অনুমতি দিচ্ছে না। এটাও করছেন বর্তমান প্রধানমন্ত্রী। এভাবে আর চলতে দেয়া হবেনা। চলমান আন্দোলনে সকলকে ঝাপিয়ে পড়ে এই সরকারের পতন ঘটিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষে রাজপথে নামার আহ্বান জানান প্রধান অতিথি।