চট্টগ্রামে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ এএম, ২০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:১৯ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহিদুল ইসলাম আকাশ (২৮) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিনকীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার নুরুল ইসলামের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিঙ্গুলী ইউনিয়নের মামুনের সাথে দ্বন্ধ চলে আসছিল আকাশের। এর জের ধরে সোমবার সন্ধ্যায় চিনকীরহাট এলাকায় আকাশকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার (দায়িত্বরত কর্মকর্তা) উপ-পরিদর্শক আব্দুল বাতেন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসিসহ কয়েকজন ঘটনাস্থলে রয়েছেন। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ হাসপাতাল থেকে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি বলে জানান তিনি।