আওয়ামী লীগ সরকারের কল্পকাহিনী শুনে গাঁধাও হাসে : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৮ পিএম, ১৯ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১১:১৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সরকারের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানাচ্ছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন নিয়ে তাদের কল্পকাহিনী শুনে গাঁধাও হাসে। জনমত বিভ্রান্ত করতে তাদের মিথ্যাচারে দেশ-বিদেশে কেউ এখন আর বিশ্বাস করে না। আওয়ামী লীগ সরকারের অধীনে আতীতে কখনও নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হয় নাই, কষ্মিন কালেও হবে না। একথা দিবালোকের মতো প্রমাণিত সত্য, দেশ-বিদেশে স্বীকৃত। ২০১৪ ও ২০১৮'র জাতীয় নির্বাচন ও ১৪ বছরে স্থানীয় সরকারের নির্বাচন তার বড় প্রমাণ।
আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের নাশুল্লা বাজারে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ ও নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্র,মানবাধিকার এক সাথে যায় না। এটা ঐতিহাসিক সত্য। জনগণের টাকায় পিআর ফার্ম ভাড়া করে বিদেশী গণ মাধ্যমে মিথ্যার বেসাতি করছে।
তিনি বলেন ,যারা মোমবাতি প্রজ্জ্বলনের মতো নিরীহ কর্মসূচির লাইনে দাঁড়াতে দেয় না, তারা ক্ষমতার পালাবদলের জন্য জনগণকে ভোটের লাইনে দাঁড়াতে দেবে, তা পাগলও বিশ্বাস করে না। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে এনে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন ।
বিক্ষোভ সমাবেশে সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স আরও বলেন, প্রধানমন্ত্রীর পদে যেভাবেই থাকুন না কেন, মিথ্যাচার করলে জাতি লজ্জিত ও অপমানিত হয়। তাদের মিথ্যাচারে পুরো জাতি ত্যক্ত, বিরক্ত, অতিষ্ঠ।
তিনি বলেন, আওয়ামী লীগ গণ আন্দোলনে শোচনীয় পরিণতির আশঙ্কায় পরিকল্পিত ভাবে সন্ত্রাস,সঙ্ঘাত করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
তিনি বলেন, জনগণের দিকে সরকারের কোনও দৃষ্টি নাই। সরকারের দুর্নীতি, লুটপাট, দুঃশাসনে জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে ,তা নিরসনে তাদের কোনোও উদ্যোগ নাই বরং তীব্র জন সঙ্কটের এই দুঃসময়েও আওয়ামী লীগ দুর্নীতি, লুটপাট চলছে। বিভিন্ন অজুহাতে জনগণের অর্থ অপচয় করে বিদেশ সফরের নামে ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের আশির্বাদ কামনায় দৌড় ঝাপ শুরু করে দিয়েছে।
তিনি বলেন, শুধু দেশ পরিচালনা নয়, দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষা করতেও সরকার ব্যর্থ। মিয়ানমার সীমান্তে গোলা বর্ষণ,আকাশ সীমা লঙ্ঘন করলেও ডেকে কথা বলা ছাড়া প্রতিউত্তর নাই, প্রধানমন্ত্রী ভারত সফর চলাকালে ভারতীয় বাহিনী গুলি করে সীমান্তে বাংলাদেশী হত্যা করলেও টু শব্দটি করেনি সরকার। সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ বিপন্ন।
তিনি বলেন, সিনিয়র নেতাদের ওপর আক্রমণ করে মাঠের নেতাকর্মীদের আন্দোলন থেকে নিবৃত্ত করতে চায়। গণ আন্দোলনে ভয় পেয়ে, ভয় দেখাচ্ছে সরকার, জনগণ সরকারের ভয়কে জয় করে আন্দোলন অব্যহত রাখছে। তিনি সকলকে ভয় ভীতি উপেক্ষা করে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত রাখার আহ্বান জানান।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে হালুয়াঘাট ঊপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল হামিদ, আলমগীর আলম বিপ্লব, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, আলী আযম খান দিপু, কাজল সরকার, জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, সাবেক আহ্বায়ক সুমন আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, যুবদল নেতা এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।