তারাকান্দায় কাকনী ইউনিয়নে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ১৯ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১০:১৬ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলটি ময়মনসিংহ টু শেরপুর মহাসড়ক কিছু অংশ প্রদক্ষিণ করে কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একে.এম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: হেকমত বিডিআরের সভাপতিত্বে ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনা আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য হাবিবুল ইসলাম খান শহিদ, আব্দুস সালাম তালুকদার, ছিদ্দিকুর রহমান, আমিনুল হক, মাসুদ রানা খান, বিএনপির নেতা শাজেদুল করিম খোকন, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, ছাত্রদলের যুগ্ম আহবায়ক এএইচ এম জুয়েল, সাবেক মেম্বার বাবুল মন্ডল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ইয়াসিন আলী, রাকিব তালুকদার, ডাঃ আজিজুল, সাবেক সার্জেন্ট রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, কাকনী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বকুল মন্ডল, হাবিবুর রহমান হাবিব, মোঃ এমদাদুল হকসহ যুবদল, ছাত্রদল অঙ্গসঙ্গগঠন নেতৃবৃন্দ।