গাবতলীতে মরহুম সংসদ সদস্য সিরাজুল হকের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫১ পিএম, ১৯ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৬:২৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কোলাকোপা আজাদ মঞ্জিলে আজ সোমবার দিনব্যাপী মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, কবর জিয়ারত, দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে চাউল ও নগদ অর্থ এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক উত্তর কোণ পত্রিকা ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রীন কোলাকোপা এষ্টেট মহাপরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীন কোলাকোপা এষ্টেট উপদেষ্টা অধ্যাপিকা মাহমুদা হাকিম, ড. তাজমেরী ইসলাম, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, পরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, ত্বত্ত্ববধায়ীকা জোবেদা বেগম, তাহরিমা আফরিন তমা, হারিছা জামান আরসি, সার্দাদুজ্জামান তালুকদার জাওয়াদ, মতিয়ার রহমান প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ সাদেকুল ইসলাম।
এছাড়াও মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দয়ারামপুর আলহাজ্ব সিরাজুল হক তালুকদার দাখিল মাদ্রাসা’য় পৃর্থক ভাবে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। উল্লেখ্য, মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার ১৯৭৯ইং সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য। ১৯৬২ইং সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য। ১৯৫৩ইং সালে বগুড়া জেলা বোর্ড সদস্য। ১৯৬৬ইং সালে বগুড়া জেলা কাউন্সিল সদস্য। ১৯৪৮ইং সাল থেকে ২৫বৎসর যাবত বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রস সোসাইটি আজীবন সদস্য ছিলেন।
মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার দৈনিক উত্তরকোণ পত্রিকার সাবেক সম্পাদক মরহুম মোজাম্মেল হক তালুকদার এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদারের লালু’র পিতা ছিলেন।