ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০০ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১২:২২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দেশব্যাপী বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বরকত উল্ল্যা বুলু ও ঢাকা মহনগর উত্তর বিএনপির সদস্য তাবিথ আউওয়ালের ওপর হামলার প্রতিবাদে আজ রবিবার ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটোয়ারী, দফতর সম্পাদক ফারুক আহমেদ খান, প্রচার সম্পাদক মাসুদ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন, সদস্য সচিব আমিন মিজি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু রাজু বাটারি, সুমন স্বেচ্ছাসেবক দল পৌরসভা সেবক দলের আহ্বায়ক আরিফ পাটোয়ারি প্রমুখ।