বরকত উল্লাহ বুলুর শয্যা পাশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২০ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:০৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আজ রবিবার নয়া পল্টন বিএনপি সমাবেশ শেষ করে রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে যান।
গতকাল কুমিল্লা লাকসামের কাছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হলে দ্রুত ঢাকায় এভার কেয়ার হাসপাতাল ভর্তি করা হয়।
মহাসচিব আইসিইউ'র চিকিৎসকদের কাছে তার শারীরিক খোঁজ খবর নেন। এসময় তার সাথে ছিলেন, বড় ছেলে ওমর শরিফ মোহাম্মদ ইমরান(সানিয়াত)।
এর আগে গত শনিবার(১৭ সেপ্টেম্বর) রাতে বিএনপি ভাইস-চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম শাহ মোয়াজ্জেম হোসেন-এর গুলশান বাস ভবনে যান।
উল্লেখ শাহ মোয়াজ্জেম হোসেন যেদিন ইন্তেকাল করেন সেদিন মহাসচিব ঠাকুরগাঁও নিজ জেলায় কর্মসূচীতে ছিলেন।
মহাসচিব শাহ মোয়াজ্জেম হোসেন-এর ছেলে ও মেয়ে সাথে কথা বলেন সেসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম, মুন্সিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতনসহ মুন্সিগঞ্জের নেতৃবৃন্দ।