আমরাও দেখতে চাই আওয়ামী পুলিশের কত গুলি ও জেলে কত জায়গা আছে : লুৎফুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৪৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আজ রবিবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে জেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, এই আওয়ামী পুলিশ বাহিনীর কত গুলি আছে আর ফ্যাসিস্ট সরকারের জেলে কত জায়গা আছে আমরা দেখতে চাই, মানুষ রাস্তায় নেমে গেছে, এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করবেই করবে, সবাই ঐক্যবদ্ধ থাকুন, সাহস ও সতর্কতার সঙ্গে প্রস্তুত থাকুন, গণতন্ত্রের বিজয় সন্নিকটে ইনশাআল্লাহ।
এসময় কেন্দ্রীয় নেতা রাজধানীর পল্লবীসহ সারাদেশে আওয়ামী পুলিশ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এই গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ কক্সবাজার জেলা বিএনপি, পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এছাড়া কক্সবাজার সদর উপজেলার খুরশকুল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে কক্সবাজার সদর উপজেলা বিএনপি'র সভাপতি আবদুল মাবুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর এর সঞ্চালনায় কক্সবাজার সদর উপজেলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবুর সঞ্চালনায় রামু উপজেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনির সঞ্চালনায় ঈদগাঁও উপজেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন উপজেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।