রক্তে রাজপথ রঞ্জিত করে ক্ষমতা ধরে রাখা যাবে না : জাফরুল ইসলাম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩০ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০১:৫১ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলি বর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আজ রবিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, সারা দেশে জনগণ যখন স্বতঃস্ফূর্ত বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করছে ঠিক তখনই জনবিচ্ছিন্ন সরকার পুলিশ প্রশাসন ও তাদের নিজস্ব ক্যাডার বাহিনীকে ব্যবহার করে রক্তে রঞ্জিত করেছে রাজপথ। তারই ধারাবাহিকতায় রক্ষা পাচ্ছে না বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ থকে তৃণমূলের কর্মীরা পর্যন্ত। মামলা, হামলা ও গ্রেপ্তার করে সরকার ক্ষমতা ধরে রাখতে চাই। কিন্তু প্রয়োজনে রাজপথে জীবন দিব তারপরও জনগণের অধিকার আদায় করে ছাড়ব ইন্শাল্লাহ। রক্তে রাজপথ রঞ্জিত করে ক্ষমতা ধরে রাখা যাবে না।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, সারাদেশের মানুষ চরম অসহায় ও দুর্ভোগে জীবন পোহাচ্ছে। সরকার আছে তাদের ক্ষমতা ধরে মরিয়া, জনগণের প্রতি তাদের বিন্দু মাত্র জবাব দিহিতা নেই। অতীতে যেভাবে কোন স্বৈশাসক ক্ষমতা ধরে রাখতে পারেনি, এ সরকারও পারবে না। জনগণের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।
সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফ্ফার চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন এম হেলাল উদ্দিন, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মুহাম্মদ ইসহাক, মফজল আহমদ চৌধুরী, নুরুল কবির, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী, সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ফারুক ফয়সাল, বোয়ালখালী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম কামাল উদ্দিন, আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন, সাতকানিয়া পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দীন মুহাম্মদ জাহেদ, সাবেক চেয়ারম্যান মোঃ মহসিন সহ প্রমুখ। চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ফোরকান ও সদস্য সচিব মুহাম্মদ মাওলানা জাবেরের যৌথ পরিচালনায় আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।