আওয়ামী লীগ বিএনপিকে হামলা করলে পাল্টা হামলা হবে : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:০৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর চোরাগুপ্তা হামলা, হুমকি-ধামকি আর যে কোন বাঁধা আসুক না কেন অবৈধ সরকারের কোনো বাধাই বিএনপি ও জনগণ আর মানবে না। এখন সময় এসেছে আওয়ামী লীগ বিএনপিকে হামলা করলে পাল্টা হামলা হবে।
তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত সরকার পতন না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। এখন আর এই গুম, খুন আর হামলা-মামলা করে বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না। রাজপথে ফয়সালার জন্য যে কোনো সময় যে কোনো মূর্হুতে সরকার পতন আন্দোলনে বিএনপিসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখলে রাখার আহ্বান জানান।
রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও সরকার দলীয় নেতাকর্মীদের নৈরাজ্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ নেতাকর্মীদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আজ রবিবার বিকাল ৫টায় শহরের স্টেশন রোডে বিএনপি অফিসের সামনে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম, নারায়নগঞ্জের যুবদল নেতা শাওন প্রধানকে হত্যা ও ডাকায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান বিপ্লব, মনজুর কাদের বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ মাসুদসহ প্রমূখ।
সমাবেশের আগে শহরের সিংহজানী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।