নওগাঁর মহাদেবপুরে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৯ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১২:২০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নওগাঁর মহাদেবপুরে আজ রবিবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে রাজধানীর পল্লবী সহ সারাদেশে বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এসএম হান্নান।
প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম প্রমুখ।
এসময় নারী নেত্রী রওশন জাহান, তানিশা চৌধুরী নাতাশা ও ঝর্না বেগম উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে একটি প্রতিবাদ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।