কেশবপুরে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:০৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলি বর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে আজ রবিবার বিকালে কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, থানা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, থানা বিএনপি নেতা আলমগীর কবির বিশ্বাস, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, যুবদল নেতা আলমগীর সিদ্দিক, জাহাঙ্গীর কবির মিন্টু, গোলাম মোস্তফা, মেহেদী হাসান শিপন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, যুবদল নেতা আব্দুল গফুর, শাহ আলম মোড়ল, মেহেদী হাসান বিশ্বাস, ছাত্রদল নেতা মনিরুল ইসলাম প্রমুখ।