নীলফামারীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৭ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১২:৪৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নীলফামারী জেলা বিএনপি আজ রবিবার সকাল ১১টায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। শহরের পৌর মার্কেটে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু ও মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, জেলা স্বে”ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ, জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল আলম দুলাল, মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সীমা পারভীন প্রমুখ।