সাঘাটায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৮ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:২২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকা ও কুমিল্লা সহ সাড়া দেশব্যাপি বিএনপির শান্তিপ্রিয় কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আজ রবিবার গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপি'র ডাকে বিক্ষোভ মিছিল বের হয়। সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির সমন্বয়ক ফারুক আলম সরকারের নেতৃত্বে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোনারপাড়ায় দলীয় কার্যালয় চত্তত্বে শেষ হয়। পরে সেখানে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মঈন প্রধান লাবু, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা, যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ মিলন, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মন্ডল, সাবেক ছাত্রদল সভাপতি জসিউল করিম পলাশ, উপজেলার যুবদলের আহবায়ক আহম্মেদ কবির শাহীন, আবু হেনা মোস্তফা কামাল মিঠু, মৌসুমি আক্তার তমা, আনিছুর রহমান আনিছ, শহিদুল ইসলাম বাদল, শামীম হোসেন মন্ডল, হাবিবুর রহমান, মাহাফুজ আহম্মেদ টিটু, এসএম মিজানুর রহমান মৃদুল, সাইফুল ইসলাম সাহিদ ইকবাল প্রমুখ।