রংপুরে বিএনপির বিক্ষোভে পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৭ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১১:৪৩ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
রংপুরে বিএনপির বিক্ষোভে পুলিশ বাঁধা দিয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে রংপুর মহানগর বিএনপি নগরীর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। তেতুল তলা জামে মসজিদের সামনে পুলিশ ব্যারিকেট দিয়ে মিছিলের গতি রোধ করে।। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। পরে সেখানেই পুলিশের এই ঘটনার প্রতিবাদে করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু,মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন ও মহানগর ছাত্রদলের সভাপতি সুমন।
বিকাল ৪ টায় জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচী অনুসারে নগরীতে বিক্ষোভ মিছিল বের করলে স্থানীয় গ্র্যান্ডহোটেল মোড়ে পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় সেখানেই জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান রন্টু, মহিলাদলের সভাপতি মর্জিনা জাহান স্বর্না, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, কৃষক দলের আহ্বায়ক শাহাদত হোসেন, মৎসজীবী দলের রজব আলী প্রমুখ।