বিএনপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১২ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:১৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে আজ রবিবার দুপুরে তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহবায়ক (সাবেক কেন্দ্রীয় সংসদের ছাত্রদল নেতা) মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক আসাদুল হক মন্ডলে সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার,মাসুদ রানা খান, জুলফিকার হায়দার টিপু,উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শামছু প্রমূখ।