শাহজাদপুরে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৬ এএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১২:৩৩ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় কর্মসুচি'র অংশ হিসাবে রাজধানী'র মিরপুরসহ সারাদেশে বিএনপি'র শান্তিপুর্ণ কর্মসুচিতে আইন-শৃঙ্খলা বাহনী ও আওয়ামীলীগের যৌথ হামলার প্রতিবাদে শাহজাদপুর উপজেলা বিএনপির আয়োজনে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরু'র সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক আরিফুজ্জামান আরিফের সঞ্চলনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র যুগ্ম-আহবায়ক এমদাদুল হক নওশাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মোঃ আমির হোসেন সবুজ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু,যুগ্ম-আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ নাদিম শেখ,উপজেলা ছাত্রদলের আহবায়ক আল-মামুন জুয়েল প্রমুখ।
উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আরাফাত আলী রবিউল, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্যা সচিব মোঃ আক্তার হোসেন, পোরজনা ইউনিয়ান বিএনপি'র সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনসহ উপজেলা,পৌর ও ইউনিয়ান বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাও কর্মিরা এসময় উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, রাজধানী মিরপুর সহ সারা দেশে বিএনপি'র শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের যৌথ হামলায় আমাদের শতশত নেতা কর্মিকে আহত করা হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি সেই সাথে আমরা বলতে চাই বিএনপি'র নেতা কর্মিদের হামলা মামলা দিয়ে দমিয়ে রাখা যাবেনা। পরে সমাবেশ চলা কালে পুলিশে বাধায় সমাবেশটি শেষ হয়ে যায়।