কয়ছর এর গ্রামের বাড়িতে হামলা প্রতিবাদে মৌলভীবাজারের বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৫ এএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০২:৩৫ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ কয়ছর এম আহমেদ এর গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) মিছিলটি এম সাইফুর রহমান সড়ক থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌমুহনী পয়েন্ট হয়ে শমশেরনগর সড়কে গিয়ে জনসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপি'র সাধারন সম্পাদক ও জেলা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান)।
বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র নেতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মুশাররফ হোসেন বাদশা, জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মতিন বক্স, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মোঃ মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও যুবদল নেতা মোঃ সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সদর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলার মোঃ আনিছুজ্জামান বায়েছ, নেতা পৌর বিএনপি সভাপতি মোঃ সহিদ আহমদ জুনেদ, নেতা মোঃ আজাদ আহমদ, নেতা মোঃ মিঠু তরফদার, নেতা মোঃ ইমরাব বাহার খাঁন, জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মুনাহিম কবির, জেলা যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ নিশাত, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোঃ ওয়াহিদুর রহমান জুনেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ গাজী আবেদ আহমদ, জেলা যুবদল নেতা এডভোকেট মোঃ সৈয়দ নেপুর আলী, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ মশিউর রহমান বেলাল, নেতা মোঃ মুহিবুর রহমান দিপলু, সদর থানা বিএনপি সহ-অর্থ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ শাহ ইমরান সাজু, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মোঃ সাহাদ আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ মামুন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুদ চৌধুরী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কালরুল হাসান সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি মিজানুর বলেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে গত বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর, আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলা ও অগ্নিসংযোগের তিব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অতিবিলম্বে দুষ্কৃতকারী দেরকে সনাক্ত করে উপযুক্ত শাস্তি দাবি করেন।
তিনি আরও বলেন, অবৈধ সরকারের মন্ত্রী এমপি এবং নেতাকর্মীদের নজিরবিহিন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভেঙ্গে পড়েছে, বৈদেশিক রিজার্ভ কমে গেছে, দেশ আজ দেউলিয়া হওয়ার পথে।
তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, রাজপথে আমাদের মিছিল বা প্রতিবাদ করার কোন অধিকার নেই, প্রতিবাদ করতে গেলেই হামলা মামলার স্বীকার হতে হয়।
এসময় তিনি আরও বলেন, সরকার জ্বালানি তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও অসহনীয় লোডশেডিংয়ের কারণে আজ দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।
ভিপি মিজান বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে খুব শিগগিরই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
সমাপনীতে বক্তব্যে সভার সভাপতির আলহাজ্ব আব্দুল মুকিত বলেন, কয়ছর এম আহমেদ গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা ও প্রতিবাদ করে আওয়ামীলীগ সরকারকে হুশিয়ারী করেন এবং এই গনতন্ত্র বিরুধী সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগ উপযুক্ত শাস্তি দাবি করেন।