বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে "মোমবাতি প্রজ্বলন প্রতীকী মৌন মিছিল" কর্মসূচীতে অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৮ পিএম, ১৭ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০২:৩৫ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস এ সিদ্দিক সাজুর সার্বিক তত্ত্বাবধানে কেরোসিন - ডিজেল - পেট্রোল - অকটেন সহ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি ঘোষিত ওয়ার্ডে - ওয়ার্ডে "মোমবাতি প্রজ্বলন প্রতীকী মৌন মিছিল" কর্মসূচী ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ৯৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়।
ভিন্নধর্মী এ কর্মসূচীতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। আশেপাশের জনগনকে করতালি ও হর্যধ্বনি দিয়ে বিএনপির নেতাকর্মীদের উৎসাহ দিতে দেখা যায়। সবাই বলতে থাকে এই ভোটচোর - লুটেরা - মাফিয়া সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। জনতার ঐক্যবদ্ধ শক্তির কাছে সকল অপশক্তির পরাজয় অবশ্যম্ভাবী।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শামীম ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের নেতৃত্বে ৭ নং ওয়ার্ডে, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য কারামুক্ত হাফেজ মোঃ লিটন ও সাঃ সম্পাদক জাকির হোসেন ও সাবেক আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাঃ সম্পাদক মোঃ বশির আহম্মেদের নেতৃত্বে ৯ নং ওয়ার্ডে, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আবু বক্কর সিদ্দীক মাকসুদের নেতৃত্বে ১০ নং ওয়ার্ডে, এসময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাহেন শাহ শাহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী রমজান হোসেন রঞ্জু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, সাঃ সম্পাদক শাকিল আহম্মেদ স্বপন ও সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাঁশার ভূঁইয়ার নেতৃত্বে কল্যানপুর এলাকায়, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনসুর রহমান, সাঃ সম্পাদক শাহরিয়ার দিল খায়ের শিপুর নেতৃত্বে ১২ নং ওয়ার্ডে, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন মেজবা, সাঃ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব ও সাবেক আহ্বায়ক মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে ১৩ নং ওয়ার্ডে, ৯৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য কারামুক্ত আফসার আলম খান সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে ৯৩ নং ওয়ার্ড শাহ্আলী এলাকায় ভিন্নধর্মী "মোমবাতি প্রজ্বলন প্রতীকী মৌন মিছিল" কর্মসূচী পালিত হয়।