আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে : এমরান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৭ পিএম, ১৭ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৩৪ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, জোর করে ক্ষমতায় আকড়ে থাকা আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। জনগন আজ শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারে না। তারা গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারে না। তাদের অত্যাচার ও নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ আর এই স্বৈরাশাসককে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন বিএনপির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মকবুল হোসেন মামুন, এনামুল হক ইকবাল, গোলাম মোস্তফা কামাল, আবদুল মুমিন ছইল মিয়া, অলিউডর রহমান অলী, আবদুল গফফার, মাসুম আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, ইমরান আহমেদ বখতিয়ার, আব্দর রহিম,শাহ আলম, ফারুক আহমেদ মেম্বার, ভিপি আজির আহমদ, মকসুদুল করিম নুহেল, নুরুল আমিন,আলী আব্বাস, জাহেদুল ইসলাম জেবুল, জয়নাল আবেদীন ইমন, রফিক মেম্বার, আলাউদ্দিন মেম্বার, আবদুল খালিক, আরশ আলী, মুহিবুর রহমান মুহিন, আবদুল মালিক, শ্রমিক দলের জেলার সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, তজমুল আলি, ফয়সল আহমদ বাবলু, দিলওয়ার হোসেন, সুজন তালুকদার, মিজানুর রহমান রুমেল, ফয়ছল আহমদ, হুমায়ুন আহমেদ, সুমন আহমেদ, সাহেদ আহমদ, রুহেল আহমদ প্রমুখ।