জামালপুরে ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৭ এএম, ১৭ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২৩ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম ও নারায়নগঞ্জের যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে জামালপুরে ৭, ৮ ও ৯ নং ওর্য়াডের বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে।
গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের বাইপাস মোড়ে ৭নং ওর্য়াড বিএনপির সভাপতি তরুন হাসান কাজলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান বিপ্লব, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক সজিব খান, মাইন উদ্দিন বাবুল, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক শাহ আবদুল্লাহ মাসুদ, শহর বিএনপি নেতা মমিনুর রহমান মমিন প্রমূখ।
সমাবেশ শেষে ওর্য়াড বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।