সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে নামাতে হবে : ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩১ পিএম, ১৬ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৪৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে নামাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি দাবি করেন, এ সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে।
আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নবীন দলের আলোচনায় তিনি এ কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। দেশের কোথাও বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। গত বৃহস্পতিবার মিরপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আগামী দিনেও রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে হবে।
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। দেশের কোথাও বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। আগামী দিনেও রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে হবে।
মোশাররফ হোসেন বলেছেন, দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির কথা বলতে গেলে পাখির মতো গুলি চালিয়ে তারা হত্যা করে। তিনি বলেন, ‘জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন- এটা বিএনপির কিছু না, এটা জনগণের দাবি। তাদের দাবি তুলে ধরার কারণে এই হামলা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এরা দিনের ভোট রাতে চুরি করা বিনা ভোটের সরকার বলে জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। এজন্যই এই সরকার একলাফে জ্বালানি তেলের দাম ৫০ শতাংশের বেশি বৃদ্ধি করে, পৃথিবীতে এমন কোনো নজির নেই।
মোশাররফ বলেন, ‘এখন গণতন্ত্র নেই। আমেরিকা বাংলাদেশকে হাইব্রিড সরকারের দেশ বলেছে। এই সরকারের ক্ষমতায় থাকার লালসা থেকে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমাদের কেন্দ্রীয় নেতারা আশ্বস্ত করেছেন- রাস্তায় না নেমে এই মহাসংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
খন্দকার মোশাররফ বলেন, ‘যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। অর্থনীতিকে লুটপাট করে, ডাকাতি করে বিদেশে টাকা পাচার করেছে। জনগণের স্বার্থে তাদের পক্ষে অর্থনীতি চালনা করা সম্ভব নয়। সংবিধান লঙ্ঘন করে, গুম খুন করে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা তাদের পক্ষে সম্ভব নয়।’
জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ।