আগামীকাল রংপুরে বিএনপি মিডিয়া সেল এর মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৬ পিএম, ১৬ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৪০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
"জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে অবাধ-নিরপেক্ষ নির্বাচনোত্তর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য" শীর্ষক ধারাবাহিক সভার অংশ হিসেবে আগামীকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা রংপুর পর্যটন মোটেল কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করেছে বিএনপি মিডিয়া সেল।
মতবিনিময় সভায় বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এর সভাপতিত্বে অংশগ্রহণ করবেন, রংপুর নাগরিক সমাজের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ সভায় প্রবন্ধ উপস্থাপন করবেন বিএনপি মিডিয়া সেল সদস্য কাদের গনি চৌধুরী।
এ সভার সমন্নয়ক বিএনপি মিডিয়া সেল সদস্য অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার মীর হেলাল। এছাড়াও উপস্থিত থাকবেন, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।
অন্যদিকে, বিএনপি মিডিয়া সেল-এর আহবায়ক জহির উদ্দিন স্বপন কোভিড-১৯ ভাইরাস পজিটিভ রিপোর্ট তাই তিনি মতবিনিময় সভায় যেতে পারছেন না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।