কেন্দ্রীয় ছাত্রদলে ৩২ জনের পদ স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৬ পিএম, ১৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:২৫ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ ছাত্রদল নব গঠিত কেন্দ্রীয় কমিটির ৩২ নেতৃবৃন্দের নামে সাংগঠনিক অভিযোগ আসায় তাদের বর্তমান পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মােঃ জাহাঙ্গীর আলম এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
পদ স্থগিতের তালিকায় যারা রয়েছেন,
সহ-সভাপতিঃ ১. কাজী মােহাম্মদ ইলিয়াছ।
যুগ্ম-সাধারণ সম্পাদক ১. মােঃ জহিরুল ইসলাম ২. মােঃ ইউনুচ আলী রাহুল ৩. মােঃ সালাউদ্দিন ৪, আকা মামুন ৫, শায়রুল আলম সুজন ৬. মারজুক আহমেদ , জুয়েল মৃধা ৮. সালেহ মোঃ আদনান ৯, আল কালাম আজালি ১০. মােঃ সােহরাব হােসেন সুজন।
সহ-সাধারণ সম্পাদক ১, আব্দুল্লাহ আল মাসুদ ২, মাইনুল ইসলাম সােহান ৩, কাজী মােহাম্মদ রেজাউল করিম রাজু ৪, এস এম ফয়সাল ৫, কামরুজ্জামান কামরুল ৬. মীর ইমরান হােসেন মিথুন ৭, বাছিরুল ইসলাম রানা ৮, আজিজুল হক ডিয়ন ৯, মোঃ আরিফুর রহমান আমিন ১০, মিজানুর রহমান মিজান ১১. ফেরদৌস হােসেন ফয়সাল ১২, আল মামুন ১৩.আরিবা নিশীথ।
সহ-সাংগঠনিক সম্পাদক ১, মােঃ আল আমিন ২, এম এ রহিম শেস ৩, শহীদুল ইসলাম নয়ন ৪. মামুন মজুমদার ৫, মোঃ নজরুল ইসলাম রাঢ়ী।
সহ-আইন সম্পাদক ওয়ালিউল্লাহ।
সহ-পাঠাগার সম্পাদক আনিসুর রহমান আনিছ।
সহ-অর্থ সম্পাদক মােঃ রিয়াদ আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত নেতৃবৃন্দের আপাতত পদ স্থগিত করা হল। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।