শুক্রবার জুড়ে বিএনপির কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৩ পিএম, ১৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৩৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আগামীকাল শুক্রবার সকাল ১১ টা গুলশান চেয়ারপার্সন অফিসে বিএনপি ও অঙ্গ সংগঠের এবং দেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও সকাল ১১ টায় ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
আজ বৃহস্পতিবার বিএনপি মিডিয়া সেল এর সদস্য শায়রুল কবির খান বিশেষ এক বার্তায় এ তথ্য নিশ্চয়তা করেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপি মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, রফিকুল ইসলাম মজনু এর পরিচালনায় জ্বালানি মূল্যবৃদ্ধি, নিত্যপণ্য মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি পুলিশের গুলিতে নুরে আলম, আব্দুর রহিম ও শাওনের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার বিকাল ৩ টায় গেন্ডারিয়া ধোলাইখাল কাজী কমিউনিটি সেন্টারের সামনে জনসমাবেশ অনুষ্ঠিত হবে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশন বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।