রুহিয়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষের মামলায় গ্রেফতার-৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৫ এএম, ১৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৩২ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় গত ৩ সেপ্টেম্বর (শনিবার) বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে আসামিদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠান।
এর আগে আওয়ামী লীগের করা মামলায় আটক করা হয় বিএনপি কর্মী আবদুল কাদের (৬২) ও মোশারুল ইসলাম (৫১), আঝারুল ইসলাম (৪১) ও আনোয়ার হোসেনকে (৪৫)।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে রুহিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম জেলা যুবদলের সভাপতি আবুনুর চৌধুরীসহ ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ১০০/১২০ জনের বিরুদ্ধে রুহিয়া থানায় একটি মামলা করেন।