ইবি শিক্ষক রেজাউল করিমের মৃত্যুতে জিয়া পরিষদের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৬ পিএম, ১৪ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৪৩ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া পরিষদ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম ইন্তেকাল করেছেন।
আজ বুধবার ভোররাতে কুষ্টিয়ায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ। বুধবার বিকেলে পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী এক বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, আনুমানিক রাত ২টা ৪০ মিনিটে হার্ট অ্যাটাক করে নিজ বাসভবনে ইন্তেকাল করেন শিক্ষক রেজাউল করিম। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, একমাত্র ১৪ বছরের কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।