হাসপাতাল ছেড়েছেন পাকুন্দিয়ায় পুলিশের গুলিবিদ্ধ ছাত্রদল নেতা শ্রাবন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ১৪ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:১৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
পাকুন্দিয়ায় পুলিশের গুলিবিদ্ধ ছাত্রদল নেতা শ্রাবন মিয়া আজ হাসপাতাল ছেড়েছেন। গত ৩ সেপ্টেম্বর জ্বালানী তেল, সার, নিত্যপণ্য, পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলে ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে আয়োজিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে শ্রাবন মিয়ার বুক, পা, কিডনী, লিভার, ফুসফুসে ছড়রা গুলি লাগে।মুমুর্ষ অবস্থায় ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহে ঢাকার পপুলার হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।
আজ বুধবার চিকিৎসকগণ তাকে ছাড়পত্র প্রদান করলে সে হাসপাতাল ত্যাগ করেন।
শ্রাবণ মিয়ার চিকিৎসার সমস্ত ব্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহন করেছেন এবং প্রতিদিন তিনি ব্যাক্তিগতভাবে তার চিকিৎসার খোঁজ খবর নেন ।
শ্রাবণের হাপাতাল ত্যাগের সময় বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড.ওয়ারেস আলী মামুন,কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম ,রুহুল আমিন আকিল,যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল,সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুল আলম বাদশা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।