আওয়ামী লীগ মামার বাড়ির পিসিদের দায়িত্বে তারা ক্ষমতায় থাকতে চায় : আলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫১ এএম, ১৪ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০১:২৩ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমাদের ভোটে তারা ক্ষমতায় থাকতে চায় না ‘মামার বাড়ির পিসিদের দায়িত্বে তারা ক্ষমতায় থাকতে চায়’। সুতরাং এই অবস্থা আর চলতে দেওয়া যায় না।
গতকাল মঙ্গলবার বিকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার ওয়ার্কসপ এলাকায় শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলাল বলেন, আজকে বাংলাদেশের মাটিতে যে অগণতান্ত্রিক সরকার জোড় করে সিন্দাবাদের দৈত্যের মতো আমাদের গাঢ়ে বসে আছে তাকে সরাতে হবে। এইটাকে যদি গাঢ় থেকে সরাতে না পারেন আমাদের গাঢ় নিচু হয়ে যাবে, মাথা উচু করে আমরা আর পৃথিবীর বুকে দাড়াতে পারবো না। জিয়াউর রহমান মাথা উচু করে বিশ্বের বুকে দাড়াতে শিখিয়েছিলেন, সেই উচু করা মাথা সিলেটের মোমিন সাব সেটা ফাস করে দিয়েছেন।
পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র মোঃ ফরিদ আহমেদ অলির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের এর যৌথ পরিচালনায় প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক এবং পদত্যাগকারী পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ।
তিনি বলেন, আমার নিজের জেলার ১৫টি সাংগঠনিক ইউনিটের সভা সমাবেশে যেখানেই যাই দেখেছি মানুষের বাঁধভাঙ্গা জোয়ার। আইনশৃংখা বাাহিনী কিংবা আওয়ামী লীগ এই জোয়ার রুখা সম্ভব হয়নি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সাবেক এমপি শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম, হাজী এনামুল হক, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, জেলা যুবদলের সহসভাপতি ও শায়েস্তাগঞ্জ পৌর যুবদলে আহ্বায়ক কামরুল হাসান রিপন।
অন্যান্যদের বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছমির আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাকিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সলিম উল্লাহ, সহ-সভাপতি নিজামুল ইসলাম বেলাল, আব্দুল আজিজ ফরহাদ, আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, কৃষকদলের সাবেক সভাপতি হাজী শফিক মিয়া তালুকদার ,আব্দুস শহিদ মেম্বার, পৌর বিএনপি নেতা নুরুল হোসেন বাচ্চু, পৌর কাউন্সিলর মোঃ মাসুক মিয়া, শাহজাহান মিয়া মুরুব্বি, সাবেক কাউন্সিলর নোয়াব আলী, বিএনপি নেতা শাহ আলম, ময়না মিয়া, কবির মিয়া, ছমির আলী, সমুজ আলী, দুদন মিয়া, আকবর আলী, আওয়াল মিয়া, হিরা মিয়া, আহাদ মিয়া, মুকিম মিয়া, মাসুক মিয়া, রহমত আলী, হারুনুর রশিদ, খসরু মিয়া, মাসুম মিয়া, আছকির মিয়া, শফিক মিয়া, বাবুল মিয়া, শাহিন মিয়া, মামুন মিয়া, দিলু মিয়া, কাউছার মিয়া, মখলিছ মিয়া, দিদার মিয়া, ময়ূনদ্দিন প্রমুখ। পরে শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর যুবলীগের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ আহমেদ প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন