পুরো বাংলাদেশ স্বৈরাচারী হাসিনার কারাগারে বন্দি : মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৪ পিএম, ১২ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১০:১৮ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অপশাসনে দেশের জনগণ দিশেহারা। পুলিশ বাহিনীকে ব্যবহার করে অন্যায়ভাবে গুম-খুন ও মামলা হামলা করে বিরোধী দলের নেতাকর্মীদের দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে সরকার। লুটপাট ও দুর্নীতি করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। সরকার মানুষের মৌলিক অধিকার খর্ব করেছে, জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। এ যেন বাংলাদেশ নামক কারাগারে আমারা সবাই বন্দি। এই বন্দিদশা থেকে মুক্ত হতে গণ অভ্যুত্থানের কোন বিকল্প নেই।
আজ সোমবার বেলা ১২টায় কারাবন্দি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের পরিবারের খোঁজ খবর নিতে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি মিডিয়া সেল ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল এ কথা বলেন।
তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার হলে নির্যাতিত নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন তারেক রহমান। তুহিন একজন মেধাবী ও আদর্শ ছাত্র নেতা। তাকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্ত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পি, নুর নবী মহররম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি যথাক্রমে আলাউদ্দিন মহসিন, মনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য আল মামুন সাদ্দাম, আব্বাস উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হালিশহর থানা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন জুয়েল, পাহাড়তলী থানা ছাত্রদলের সদস্য সচিব আসলাম আজমী হিমু, খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম, পাহাড়তলী কলেজ ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম শিপন, যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন স্বপন, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আহমেদ সুমন, আরিফুল ইসলাম রিয়াদ, যুবদল নেতা যথাক্রমে মোঃ শাহাজান, সাইদুল, মোশারফ, আজাদ, ছাত্রদল নেতা ইসমাইল কায়সার, ইফতেখার উদ্দিন সাফি, তানজিম, হাসান, স্বপন সহ নেতৃবৃন্দ।