ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫০ পিএম, ১২ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১১:২৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা যোগ্য নেতৃত্বে ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আজ সোমবার নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় এই আনন্দ মিছিল করে ছাত্রদল।
এই মিছিলে নেতৃত্ব দেয় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুরুজ।
এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা রেদোয়ান আহমেদ মোয়াজ, রাকিব, শামীম, শাকিল, সাজিদ প্রমূখ।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা বলেন, দেশের গনতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে নবগঠিত ছাত্রদলের নেতৃত্বে রাজপথে যে কোন কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।