নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বাকৃবি ছাত্রদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩০ এএম, ১২ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৭:২০ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩০২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজনকে নবগঠিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ধন্যবাদ জানিয়ে বাকৃবি ছাত্রদল একটি শুভেচ্ছা মিছিলের আয়োজন করে।
বাকৃবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ, এম, শোয়াইব এর নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের ইয়াসিন মার্কেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ১নং গেইটে এসে শেষ হয়।
মিছিলটিতে সদস্য আলআমিন, মিজানুর রহমান, শাহরিয়ার আহমেদ, মোঃ সাব্বির রহমান সহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।