রায়পুরায় যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে শোক র্যালী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ এএম, ১২ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:৫১ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
গত পহেলা সেপ্টেম্বর নারায়ণগঞ্জ যুবদল নেতা শাওন প্রধান কে প্রকাশ্যে গুলি করে হত্যা করে পুলিশ তারই প্রতিবাদে আজ সকালে রায়পুরা উপজেলা এবং পৌর যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুলের সার্বিক তত্ত্বাবধানে এক শোক র্যালী অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই মেথিকান্দা রেল স্টেশনে যুবদল নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। সকাল ১১ টার দিকে র্যালীটি পদযাত্রায় রায়পুরা প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয়। পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল সেখানে। সম্পুর্ন শান্তিপূর্ণ ভাবে মুক্তমঞ্চে যুবদল নেতা কর্মীরা বক্তব্য রেখে সমাপ্তি ঘোষণা করা হয় আজকের কর্মসূচি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, পৌর যুবদল আহবায়ক সাইফুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির ভূইয়া, যুগ্ন-আহবায়ক শাহিন মাস্টার, যুবদল নেতা অহিদ, আলকাছ, তাপস, প্রমুখ।