খালেদা জিয়ার ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে দিনকাল কার্যালয়ে দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৮ পিএম, ১১ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০১:৫৮ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে দৈনিক দিনকাল পরিবারের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর জুলুম-নির্যাতন বন্ধ ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, এনডিপির চেয়ারম্যান কেএম আবু তাহের।
এছাড়াও এ সময়ে দৈনিক দিনকালে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।