কাতারে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৫ পিএম, ১১ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৮:২৩ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
কাতারের রাজধানী দোহাতে বিএনপি'র স্থায়ী কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, মরহুম এম. সাইফুর রহমান এর ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগ জাতীয়তাবাদী পরিবার-কাতার এর উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল মনসুর সহ-সভাপতি কাতার বিএনপি।
সিলেট বিভাগ জাতীয়তাবাদী পরিবার-কাতার এর সমন্বয়ক ও কাতার বিএনপি'র সহ-সভাপতি, হাজী আব্বাস উদ্দীনের সভাপতিত্বে ও যুবনেতা মোঃ সেলিম খাঁন-এর পরিচালনায় স্বরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাতার বিএনপি'র যুগ্ন সম্পাদক মহিউদ্দিন কাজল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাইন উদ্দীন রুহেল, দপ্তর সম্পাদক মাইন উদ্দীন, ক্রীড়া সম্পাদক রিয়াজ উদ্দীন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সাজু, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন হৃদয়, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ফনী ভূষন দাশ, কাতার বিএনপি নেতা ফয়েজ আহমদ, আলাউদ্দিন আল আজাদ, স্বেচ্ছাসেবক দল নেতা আহমদ নবী নোমান, যুবনেতা আমিনুল ইসলাম সুমন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক রুমেল উদ্দিন, আলী হোসেন ঝুমন, লিমন ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রফিক খান, ইকবাল হোসেন মামুন, আব্দুর রব, আতিক আসলাম, রহিম বাদশা, বিএনপি নেতা সিয়াম খাঁন, ফখরুল ইসলাম, ছলিম আহমদ, রেজাউল করিম রেজু, যুবনেতা জাকির হোসেন, তরিকুল ইসলাম শাহাদাৎ, জামাল আহমদ, সাইফুর রহমান, ময়েজ আলী, বাবুল হোসেন ইমন, লোকমান আহমদ, রুবেল আহমদ, আলমগীর হোসেন, রবিউল ইসলাম রাজু প্রমুখ।
প্রয়াত এম সাইফুর এর বর্নাঢ্য রাজনৈতিক জীবনের আদর্শিক স্মৃতিময় বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ। সবশেষে প্রিয়নেতার রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন- হযরত মাওঃ রফিক আহমদ সামাদ।