যুবদল নেতাদের উপর হামলা ও পুলিশ কর্তৃক মিথ্যা মামলা দায়েরে কেন্দ্রের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৪ পিএম, ১১ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১২:৫৮ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রুস্তম আলী সহ কয়েকজন স্থানীয় যুবদল নেতার উপর আওয়ামী দূর্বেত্তরা হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে। রুস্তম আলী এখন একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এছাড়া নারায়ণগঞ্জে বাকশালী পুলিশের গুলিতে নিহত শাওন প্রধান হত্যার প্রতিবাদে বিক্ষোভ করার কারণে চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি আবু ছিদ্দিক বাল্লা, ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, সিতাকুন্ড উপজেলার আহবায়ক ফজলুল করিম চৌধুরী, সদস্য সচিব খোরশেদ আলম, যুবদল নেতা এম হেলাল উদ্দিন ও মোঃ সেলিম এর নামে মিথ্যা মামলা দায়ের। সাতক্ষীরা জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জি এম রবিউল্লা বাহার, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী রাব্বী হোসেন, শ্রীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মীর শাহনুর রহমান ও যুগ্ম আহবায়ক শাহ আলমের নামে মিথ্যা মামলা দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গণতন্ত্র হরনকারী, স্বৈরাচারী, লুটেরা নিশীরাতের সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করার লক্ষ্যে যে আন্দোলন চলছে, সে আন্দোলনকে দমন করার জন্য জনবিচ্ছিন্ন সরকার অতিতের ন্যায় আবার পুলিশ লেলিয়ে দিয়ে সরকার বিরোধী নেতাকর্মীদের গুলি করে হত্যা করছে, দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে, ফ্যাসিষ্ট সরকার দলীয় অস্ত্রধারী দূর্বেত্তদের মাঠে নামিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করছে, পঙ্গু করে দিচ্ছে তরতাজা যুবকদের। এভাবে একটি দেশ দশকের পর দশক চলতে পারেনা।
আজ দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ, দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে লড়াই করছে, আর এই যৌক্তিক লড়াইয়ের মাধ্যমে অর্জিত সাফল্যের মাধ্যমে যারা আজ এই অনৈতিক কাজে জরিত তাদের উপযুক্ত বিচারের মুখোমুখি করা হবে।