মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১১ পিএম, ১০ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:২৩ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
জ্বালানি তেল, পরিবহন খাতের ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায়, শহীদ নূর আলম ও আবদুর রহিম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের কর্মী শাওন হত্যার প্রতিবাদে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে লৌহজং উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে, লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারে অবস্থিত কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
এসময় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহ্ জাহান খানের সভাপতিত্বে ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হাবীবুর রহমান অপু চাকলাদারের পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগীবাড়ী)'র গণমানুষের নেতা জননেতা এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যান সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব কামরুজ্জামান রতন। আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, কাউছার তালুকদার, লৌহজং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুক্তার খান,সাবেক সাধারন সম্পাদক মোল্লা লুৎফর রহমান পাভেল,সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক, মো. রাজন মাদবর, আওলাদ হোসেন, ওমর ফারুক লিমন, শৌকত মোল্লা, সুমন, সোলাইমান,অনিক, প্রমুখ।
বক্তারা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করে-জননেতা এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জ্বালানি তেলের দাম ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বাড়ানো হয়েছে। আজকে দেশের যে অবস্থা আমরা খাদেও কিনারায় দাঁড়িয়ে আছি। দেশে আইনের শাসন নেই। নিত্যপ্রয়োজনীয় সবকিছুই ঊর্ধ্বগতির চাপে ক্রয়ক্ষমতার বাইরে। এ অবস্থায় আমাদের ঘরে বসে থাকার সুযোগ নাই। প্রতিবাদ করতে হবে, রাজপথে নামতে হবে।
লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহ্ জাহান খান বলেন, দেশ পরিচালনায় সরকার ব্যর্থ, সাধারণ মানুষের কথা চিন্তা না করে ক্ষমতার লোভে মানুষকে নির্যাতন করে টিকে আছে। অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করে নির্বাচন কালিন সরকার প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
জেলা বিএনপির নেতারা বলেন, ঢাকা শহর এখন বিএনপির দখলে। মুন্সীগঞ্জ সহ সারাদেশ বিএনপির নেতাকর্মীরা দখলে নিবে। কারণ বর্তমান সরকারের জুলুম অত্যাচার ও জ্বালানি তেল, সারসহ দ্রবমুল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন অতিষ্ঠ। জনগণ এখন আর এ সরকারকে এক মুহুর্তেও ক্ষমতায় দেখতে চায় না। এজন্য জনগণ বিএনপির পক্ষে মাঠে নেমেছে। এর আগে সকাল থেকে জেলার পাঁচ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল করে লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারে অবস্থিত কার্যালয়ের সামনে জড়ো হন। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার নেতা-কর্মী অংশ নেন।
বক্তারা শেষে সংক্ষিপ্ত বক্তব্যেয়ি বলেন, ভোলায়- শহীদ নূর আলম ও নারায়নগঞ্জ ‘শাওনকে, মিছিলে গুলি করে হত্যা করা হয়েছে। শাওন হত্যার পর পরিবারকে দিয়ে আবার বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা করিয়েছে। আমরা তাদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যত দিন খালেদা জিয়া মুক্ত না হবেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার দেশের মানুষ ফিরে না পাবে, তত দিন রাজপথে এ আন্দোলন চলছে, চলবে।’