হামলা মামলা করে ক্ষমতায় আর কত প্রশ্ন ডাক্তার জাহিদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৮ পিএম, ১০ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা করে ক্ষমতায় আর কত প্রশ্ন করে ডাক্তার জাহিদ হোসেন বলেন, এখনো সময় আছে জনগণ কি চায় বুঝতে চেষ্টা করুন। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। তিনি বলেন, নিত্য পণ্যের মূল্য পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে তার লাগাম টেনে ধরুন পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরেই একমাত্র শান্তি পূর্ণ সমাধান।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচী'র অংশ হিসেবে "নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডিং, জ্বালানি মূল্য বৃদ্ধি, নিত্য পণ্য মূল্য বৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে নিহত নুরে আলম, আব্দুর রহিম, শাওনের মৃত্যু ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র মুক্তি দাবীতে" দিনাজপুর জেলার ঘোড়া ঘাট উপজেলায় আয়োজিত বিএনপি'র সমাবেশে ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, আমরা শান্তি পূর্ণ আন্দোলন সংগ্রাম করছি আপনারা ১৪৪ ধারা জারি করছেন এগুলো বন্ধ করুন। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলনকে থামাতে পারবেন না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সভাপতি দিনাজপুর জেলা বিএনপি, বখতিয়ার আহমেদ কচি সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা বিএনপি, শামীম চৌধুরী সভাপতি ঘোড়া ঘাট উপজেলা বিএনপি, আবু সাঈদ সাধারণ সম্পাদক ঘোড়া ঘাট উপজেলা বিএনপি, সাত্তার মিলন সভাপতি ঘোড়া ঘাট পৌরসভা বিএনপি, বাবলু আহমেদ ঘোড়া ঘাট পৌরসভা বিএনপি প্রমূখ।