আনোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৮ পিএম, ১০ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৩০ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্রগ্রাম আনোয়ারা উপজেলায় বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল প্রকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ছাত্রনেতা নুরে আলম স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহিম নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৯সেপ্টেম্বর) বিকালে আনোয়ারা উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারা উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাসান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, দক্ষিণ জেলা চালক দলের সাধারণ সম্পাদক রহিম প্রমূখ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ছাত্রদল নেতা-কর্মীরাও অংশ নেয়।
মোস্তাফিজুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় দ্রবের দাম নাগালের বাইরে। এই সরকারকে রেখে যেভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তেমনি এই সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করাও সম্ভব না। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে যুবদল নেতা শাওন হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।