লাকসামে আ'লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষে আহত অর্ধশত নেতাকমী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ পিএম, ৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৪২ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুমিল্লার লাকসামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে পথে পথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ এরও অধিক ।
আজ শুক্রবার সকালে কুমিল্লার লাকসামের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, লাকসাম উপজেলার আবুল কালাম হাইস্কুলে মাঠে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগন্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
বিএনপির সমাবেশ একদিন আগে বৃহস্পতিবার সকাল থেকে সারারাত ও শুক্রবার সকাল পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা হেলমেট পড়ে মোটরসাইকেল নিয়ে মিছিল করে। মিছিলে বাজি ফোটানোর পাশাপাশি কিছু কিছু এলাকায় কয়েকজন বিএনপি কর্মীদেরকে মারধর করে পুরো উপজেলা আতংক সৃষ্টি করা হয় আওয়ামী লীগের সমর্থন কারীরা। বিএনপির এ কর্মসূচিতে আসার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাধা দেয়।
এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০জন। সব বাধা অতিক্রম করে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসেন, সকাল ১০ টায় শত-শত নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। সমাবেশ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোহরগন্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সরোয়ার জাহান দোলন।
আরো উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপি আহবায়ক আবদুর রহমান বাদল, সদস্য সচিব নুর হোসন চেয়ারম্যান, মনোহরগন্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু, সদস্য সচিব আবুল হোসেন মিলন, লাকসাম উপজেলা যুবদলের প্রস্তাবিত আহবায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান দুলাল, সদস্য সচিব জিল্লুর রহমান ফারুক, লাকসাম পৌরসভা যুবদলের প্রস্তাবিত আহবায়ক আবু বকর সিদ্দিক মিল্টন, সদস্য সচিব আফজল, মনোহরগন্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম, সদস্য সচিব মোহন, লাকসাম উপজেলা কৃষকদলের সভাপতি মনিরুজ্জামান মনু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।