নানা কর্মসুচীর মধ্য দিয়ে জয়পুরহাটে মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০০ এএম, ৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:২২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। পরে পওে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী সাবেক এমপি জাহান পান্না, জেলা বিএনপির আহয়াবক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ন আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, বনী রাব্বানী, রুপালী বেগম, সহ অন্যান্য উপজেলার নেত্রী বৃন্দ।। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে একটি র্যালী বের করা হয়।