নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৫ এএম, ৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৪৪ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার এ উপলক্ষে নরসিংদী চিনিশপুরস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। জাতীয়তাবাদী মহিলা দলের নরসিংদী জেলা শাখার নেত্রী স্বপ্না আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম গোলাম কবির কামাল, জেলা বিএনপির আহবায়ক সদস্য কবির আহমেদ, ইলিয়াস আলী ভূঁইয়া, সুমন চৌধুরী, শহর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান উজ্জ্বল, মহিলাদলের নেত্রী ফাতেমা ইয়াসমিন, আরীফিনা আসাদ, তানিয়া সরকার সহ মহিলাদলের নেত্রীবৃন্দ। পরে আলোচনা সভা শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ এই সরকারের তীব্র সমালোচনা করা হয় এবং অবিলম্বে এই সরকারের পদত্যাগ করার দাবি করা হয়।