জামালপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫২ এএম, ৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:২৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে জেলা মহিলা দল।
আজ শুক্রবার সকালে শহরের ফুলবাড়ীয়া ঈদগাহ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভা করে।
জামালপুর জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা সাঈদা বেগম শ্যামার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দিলরুবা আক্তার, মাহমুদা নবাব, যুগ্মসাধারণ সম্পাদক পারভীন আক্তার, সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক পিয়ারা হায়দার ও সদস্য হাসি বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আজ মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী হলেও আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছিনা। কারন আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে এই সরকার। তাই আগামী দিনে খালেদা জিয়াকে মুক্ত করতে মহিলা দল আর ঘরে বসে থাকবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য মহিলা দল রাজপথে থাকবে।