বেগম খালেদা জিয়ার 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' শ্লোগানের যথার্থতা আজ প্রমাণিত : আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৬ পিএম, ৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:১৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি এবং যেকোন মূল্যে ক্ষমতায় থাকার লালসায় একের পর এক দেশের ও জনগণের স্বার্থ বিরোধী চুক্তির ফলাফল নিয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' শ্লোগানে আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেদিন অনেকেই হাস্যরসে উড়িয়ে দিলেও আজ খালেদা জিয়ার 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' শ্লোগানের যথার্থতা প্রমানিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, ক্ষমতায় থাকার মোহে এই অবৈধ সরকার প্রতিবেশীদের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে একের পর এক অসম চুক্তি করে যাচ্ছে, অথচ আমাদের ন্যায্য পাওনা তিস্তার পানির কোন খবর নেই, বানিজ্য ঘাটতি বেড়েই চলেছে, বিনামূল্যে ভারতকে ট্রানজিট এবং বন্দর ব্যবহারের সুযোগ দিয়ে দেশের ক্ষতিসাধন করে চলেছে।
সালাম বলেন, প্রধানমন্ত্রী নির্বাচন সামনে রেখে ভারত সফরে গেলেন, কি পেলেন, কি আনলেন এবং কি দিয়ে আসলেন তা জাতির কাছে পরিস্কার নয়।
তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের যৌথ ঘোষনার পরদিনই দিনাজপুরের সীমান্ত এলাকায় স্কুল ছাত্রকে বিএসএফ গুলি করে হত্যা করেছে, আহত করেছে আরও কয়েকজনকে। আবদুস সালাম এটিকে দূর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, মেরুদন্ডহীন সরকার জোর গলায় এসবের প্রতিবাদও করতে পারে না।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র ঘোষিত জোন ভিত্তিক সমাবেশ কর্মসূচি সফল করতে জোন সংশ্লিষ্ট মহানগর, থানা এবং ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভায় বক্তব্য দানকালে এসব কথা বলেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনু দেশ এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহবান জানিয়ে বলেন, আজ সময় এসেছে প্রতিরোধের, দেশ এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ভূমিকা রাখার এবং দেশমাতৃকার প্রতি দায়বদ্ধতা থেকেই যার যার অবস্থান থেকে সংগ্রামে জোরালো ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জোন ভিত্তিক সমাবেশগুলো হবে শান্তিপূর্ণ। এ ব্যাপারে আমরা সকল মহলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।