সাভারে ঢাকা জেলা যুবদলের শোক র্যালি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫০ পিএম, ৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:১০ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে নির্বিচারে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধান কে হত্যার প্রতিবাদে শোক র্যালি করেছে ঢাকা জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী এলাকায় এ শোক র্যালি ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। র্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে বিকেএসপির সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এসময় সমাবেশ থেকে সম্প্রতি নির্বিচারে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধান হত্যার প্রতিবাদ জানানো হয়।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবির পল,সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মোরাদ।
আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি, মোঃ রাকিব দেওয়ান রকি, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোহন, সহ-সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল দেলোয়ার হোসেন, আব্দুর রশিদ পলান, মোঃ জনি দেওয়ান, মোঃ জহির, মোঃ রাকিবসহ ঢাকা জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি রেজাউল কবির পল বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি করা হচ্ছে। বিচারবহির্ভূত এ সকল হত্যার জবাব রাজপথের ফয়সালার মাধ্যমেই দিতে হবে।
তিনি আরো বলেন, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান কে বিনা ওয়ারেন্টে নিজ বাসভবন থেকে ধরে নিয়ে মিথ্যা মামলায় জেল হাজত প্রেরণ করেছে বাকশালি পুলিশ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ঢাকা জেলা যুবদলের নেতৃবৃন্দ রাজপথে রয়েছি যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে এই অবৈধ, অগণতান্ত্রিক, নিশি রাতের সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ।