ইয়াবাসহ গ্রেফতারের পর আলভীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪২ পিএম, ৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রামে এক হাজার ৪০০ পিস ইয়ারসহ গ্রেফতার পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আতিকুল ইসলাম আলভীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতেগত বুধবার তাকে অব্যাহতি দেয়া হয়।
গত মঙ্গলবার রাতে পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন থেকে আলভী ও তার বন্ধু আশরাফুল ইসলাম শাওনকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। পরে তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আলভী পটিয়া পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের শেয়ানপাড়া এলাকার গাজীর বাড়ির গাজী মফিজুর রহমানের ছেলে ও আশরাফুল ইসলাম প্রকাশ শাওন খুলনা জেলার রুপসা থানা এলাকার আবু হানিফের ছেলে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আতিকুল ইসলাম আলভীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। ইয়াবা সেবন ও বিক্রি দলীয় শৃঙ্খলা পরিপন্থি। আমরা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স আছি।
পটিয়া থানার এসআই আহসান হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলভী ও শাওনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।