শাওন হত্যার প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের শোক র্যালী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ পিএম, ৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে শহরে কালো পতাকা মিছিল ও শোকরালী বের করা হয়। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে শোকরালিটি বের হয়ে নবাববাড়ি রোড হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম এর সভাপতিত্বে শোকরালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।
জেলা যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শোকরালীতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা যুবদল নেতা ফারুকে আজম, শাহ নেওয়াজ সাজন, রাশেদুল ইসলাম রাশেদ, রেজাউল করিম লাবু, আহসান হাবীব মমি, হারুন অর রশিদ সুজন, ফরিদ আহমেদ মুন, রাশেদ, বিচিত্র, তারিক মজিদ সোহাগ, সাদ্দাম হোসেন, অতুল চন্দ্র দাস, রাব্বি, আরিফুর রহমান মজনু, রাজু, জিল্লুর, মুকুল, মহিদুল, ফন, মামুন, শাহাবুল, উজ্জ্বল, আব্দুল হালিম, পারভেজ, মিনহাজ, আফছার, টিটু প্রমুখ।
শোকরালীতে যুবদলের জেলা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।