জেলা যুবদলের উদ্যোগে জয়পুরহাটে শোক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৯ এএম, ৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:০১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়নগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধান কে হত্যার প্রতিবাদে শোক র্যালী অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার জয়পুরহাট জেলা যুবদলের উদ্যোগে, জয়পুরহাট রেল ষ্টেশন হতে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট জেলা বিএনপি’র কার্যালয়ে এসে শোক র্যালী শেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহ্নেওয়াজ কবির শুভ্র এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক, মোঃ গোলজার হোসেন, মোঃ মাসুদ রানা প্রধান, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল আদনান, যুগ্ম আহ্বায়ক, সরোয়ার রওশন সুমন, গোলাম রাব্বানী রাব্বী, সাগর, সোহাগ, বাবু, রেজা, রুহুল আমিন।
আরো উপস্থিত ছিলেন, কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শকিুল ইসলাম, মহিলাদের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস্ মতিন, ছাত্রদলের সভাপতি মামুন প্রধান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুরে মওলা পলাশ, হারুনুর রশীদ জুয়েল। জেলা যুবদল সদস্য- আবু সাহেদ সোহেল, এফতাদুল হক, রাসেল, ইকবাল হোসেন, রাজিব, হাবিবুল্লাহ, আকাশ ফজল, আমিনুর রহমান লিটন, ফরহাদ, বাবু, মনোয়ার হোসেন, ফাহাদ, মোমিন, দেলোয়ার হোসেন, রনি, রবিন, হাসান বশরী, ফিদা, গোলাম কিবরিয়া, সবুজ, সম্রাট, দোলন, মেহেদী হাসান, নয়ন, জাকির হোসেন প্রমূখ।