সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীও দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৮ পিএম, ৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সরকারদলীয় সন্ত্রাসীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদারকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছে। মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নৃশংস হামলা ও গুলি চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে আহত করলেও উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে উল্টো বিএনপি নেত্রী ফারজানা শারমিন পুতুলকে ১ নং আসামি করে নামে-বেনামে অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। এছাড়া দুর্বৃত্তরা গতকাল খুলনায় বিএনপি নেতা শেখ রিয়াজ শাহেদ পারভেজ এবং তার ম্যানেজার মোঃ রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাদেরকে গুরুতর আহত করাসহ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সভাপতিকে গুরুতর আহত ও অন্যান্য নেতৃবৃন্দের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। অ্যাডভোকেট রফিক সিকদারকে গ্রেফতারসহ আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নেতাকর্মীদের ওপর হামলা, গুরুতর আহত করাসহ বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র এখন সর্বগ্রাসী সন্ত্রাসী রূপ ধারণ করেছে। জুলুমবাজ আওয়ামী সরকারের কোনো বৈধতা নেই বলেই সন্ত্রাসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। মানুষের জানমালের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। সরকারদলীয় সন্ত্রাসীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। প্রতিদিন শহর থেকে গ্রাম সবখানেই বিএনপিসহ সাধারণ মানুষের রক্তে হাত ভেজাচ্ছে তারা। তাদের অবৈধ অন্যায় কাজের বিরুদ্ধে কেউ যাতে মাথা উঁচু করে কথা বলতে না পারে সেজন্য তারা অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সবাইকে ভয় দেখানোর জন্য। আওয়ামী লীগ দেশে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে গিয়ে তারা তাদের বিরোধী লোকজনদের প্রাণ কেড়ে নিচ্ছে অথবা মিথ্যা মামলায় কারান্তরীণ করছে। এখন বিরোধী মত, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের স্বাভাবিক চলাচল চরম হুমকির মুখে। সরকারের হিংস্ররূপী আচরণের জন্য দেশে-বিদেশে সর্বত্রই ধিকৃত হচ্ছে। ২০১৮-এর মতো আর একটি ভোট চুরির নির্বাচন করে তারা আবারো ক্ষমতায় যেতে চায় বলেই বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমননীতি কার্যকর করছে। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদারকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছে। আজ নাটোরের লালপুর উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নৃশংস হামলা ও গুলি চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে আহত করলেও উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে উল্টো বিএনপি নেত্রী ফারজানা শারমিন পুতুলকে ১ নং আসামি করে ইয়াসির আরশাদ রাজন, হারুনুর রশিদ পাপ্পু, গোলাম মোস্তফা তুহিন ও রহিম নেওয়াজসহ ৫৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০/৩০০ জনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে।
এছাড়া দুর্বৃত্তরা গতকাল খুলনা মহানগরীর ৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শেখ রিয়াজ শাহেদ পারভেজ এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালিয়ে গুরুতর আহত করেছে, তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি জয়নাল সরকারের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে, সন্ত্রাসীরা তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এছাড়া সশস্ত্র সন্ত্রাসীরা মাটিরাঙ্গা বিএনপি কার্যালয়সহ জেলা বিএনপির সদস্য নুরুল আমিন নুরুর বাড়িঘর ও মাটিরাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ এবং উপজেলা বিএনপির সদস্য সাদ্দাম হোসেনের দোকান ভাঙচুর ও লুটপাট করেছে। অবৈধ সরকার নিজেদের পতন আঁচ করতে পেরে এখন দিশেহারা হয়ে পড়েছে বলেই মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, নির্যাতন-নিপীড়ন ও হামলা চালিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের মনে ভীতির সঞ্চার করে আন্দোলন-সংগ্রাম দমন করতে চায়। কিন্তু এসব অপকর্ম সংঘটন করে কোনো লাভ হবে না। এরা বেআইনি ও অবৈধ সরকার। জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। বর্তমান সরকারকে প্রতিহত করার জন্য জনগণ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদারের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। তিনি নাটোরের লালপুর উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।